মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন পরিষদে গত মঙ্গলবার সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা পরিষদের হলরুমে ইউনিয়ন অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিষ্ণু কুমার ভট্টাচার্য, প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, আকবর মাস্টার, বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক সমত্র মিত্র।
এসময় আবু তাহের সর্দার, ব্যবসায়ী মোঃ আইয়ুব নবী, সহকারী মুহাম্মদ আরমান, ইউপি মেম্বার যথাক্রমে মোঃ এনামুল হক মাসুম, জসিম উদ্দিন মোল্লা, নসু মিয়া, তাজুল ইসলাম, হিসাব এরশাদ, মন্তাজ, মামুন, সফিকুল ইসলাম, শাহেশারা বেগম, নুরুন্নাহার বেগম, জাহানারা বেগমসহ আরোও অনেকে।