সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মুক্তিযোদ্ধাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনতা, স্বাধীনতার পক্ষের শক্তি, সহযোগী সংগঠন এবং শ্রমিক পেশাজীবীদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বেলা ১১টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন এসএম শাহজাদা এমপি, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও মো. রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া।
এব আগে প্রধান অতিথি শাহজাহান খান এমপি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের বাছাই কার্যক্রম অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।