মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিখোঁজের দুই দিন পর তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাহেরচর গ্রামের খালগোড়া যাবার প্রধান সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই তরুণের নাম রিয়ান প্যাদা (১৮)। তিনি সদর ইউনিয়নের উত্তর কাজির হাওলা গ্রামের মুদি ব্যবসায়ী শহীদুল প্যাদার ছেলে।
তার পরিবার জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বাজারের জন্য বের হয়ে রিয়ান নিখোঁজ হয়। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার তার মরদেহ পাওয়ার খবর আসে এবং দূর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন দেখতে পায়, পরে তার বাবা লাশ শনাক্তের পর পুলিশ উদ্ধার করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, লাশ ফুলে ফেপে বিকৃত অবস্থায় পড়ে রয়েছে। মৃত অবস্থায় তার পড়নে ছিলো জিন্স প্যান্ট ও শার্ট। এছাড়াও পচনের কারনে তার শরীরের বিভিন্ন স্থানের চামড়া আলাদা হয়ে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাশটি ফুলে উঠেছে এবং শরীরের বিভিন্ন স্থানে পচণও ধরেছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মৃগীরোগ ছিল রিয়ানের।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার বলেন, পরিবারের দাবি রিয়ান মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবুও মৃত্যুর কারণ জানতে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।