মোশারফ হোসেন লিটন, সুনামগঞ্জ :
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মত বিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বেলা ১২ ঘটিকায় পৌর শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সাংবাদিকদের সাথে যুব মহিলা লীগ জেলা শাখার আয়োজনে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সভায় সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সামজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাত মরিয়মের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ সভাপতি ও দোয়ারা বাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সহ – সভাপতি সাধীনা আক্তার, সাবিনা ইয়াসমিন, জবা রানী দেবী, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ হাজেরা বেগম, লিপি বেগম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক জ্যোসনা বেগম, সদস্য জ্যোসনা বেগম, প্রতিমা রানী দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, অজন্তা পাল, তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার, দোয়ারা বাজার উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শামছুন নাহার খানম, জেলা কমিটির যুব মহিলা লীগ নেত্রী, মুন মুন পাল, শান্তা বেগম, সহ-আইন বিষয়ক সম্পাদক সেবিনা আক্তা, কুহিনূর বেগম, রুমা বেগম, সদর উপজেলার সভাপতি মাহফুজা বেগম মনি, সাধারণ সম্পাদক মৌসুমী বেগম দিলু, বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি ফুল মালা, সদস্য শিউলী বেগম, রমিজা বেগম, শমলা বেগম প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর ৪ আসনে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষনা করেন। তারা জননেত্রী শেখ হাসিনার নিকট তাদের প্রিয় নেত্রী সানজিদা নাসরিন দিনা ডায়নাকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবী জানিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।