মোঃ সারোয়ার হোসেন অপু, বদলগাছী উপজেলা, (নওগাঁ)প্রতিনিধি:
বদলগাছীর মেয়ের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল এমন স্ট্যাটাসের জন্য দুঃখ প্রকাশ করেছে বদলগাছী খবর ফেসবুক আইডি ব্যবহারকারী। বদলগাছী ফেসবুক আইডিতে কয়েকদিন আগে ছেলের মেয়ের একত্রিত ছবি ফেসবুক আইডিতে স্ট্যাটাসে লেখেন যে বদলগাছীর মেয়ের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল। এই স্ট্যাটাস নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা হয়।
বদলগাছী খবর ফেসবুক আইডি ব্যবহারকারী জানান যে, আমি রাজশাহীর বিভিন্ন আইডি থেকে ঐ সকল ছবি সংগ্রহ করে একটি ছবি ‘বদলগাছীর মেয়ের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল’ শিরোনামে আমার ফেসবুক আইডিতে প্রকাশ করি।
যাহার সঠিকতা আমার জানা ছিল না, ফেসবুক আইডি থেকে এমন ছবি আপলোড করে প্রকাশ করায় আমি আন্তরিক ভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন কাজ আর করবো না এবং অন্য ফেসবুক আইডি থেকে কোন তথ্য বা ছবি কোন কিছুই সংগ্রহ করবো না বা সংগ্রহ করলেও তা আমার আইডি থেকে প্রকাশ করবো না বলেও জানান তিনি।
এবিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস বদলগাছী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবু রায়হান লিটন জানান, এই ধরনের একটি ঘটনার কথা শোনে ছিলাম, সেটা ভুল স্বীকার করার পর মিমাংসাও হয়েছে বলে জানতে পেরেছি।
এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাঃ আতিয়ার রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান, এই রকম একটি অভিযোগ হয়েছিল, কয়েকদিন পরে বিবাদী ভুল স্বীকার করলে (বাদী) অভিযোগ কারী আবার অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছে।