মোঃ জাকারিয়া হোসেন তালতলী উপজেলা প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে পুকুর ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগীতা শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সিআইপি আর বির আয়োজনে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিশুদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৬-৮ বছর এবং ৮-১০ বছরের ছেলে মেয়েদেরকে চার গ্রুপে ভাগ করে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভি আই পি সির সম্মানিত সভাপতি সুনীল চন্দ্র হাওলাদার, সিআইপি আরবির এরিয়া কো-অর্ডিনেটর দিপীকা দাশ, সুইমসেইফ সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন, আঁচল সুপারভাইজার মোঃ ওমর ফারুকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও শিশুর অবিভাবক গন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর থেকে তালতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। মোট ১১ টির মধ্যে ৫ টি ওয়ার্ডের সাঁতার প্রতিযোগিতা সম্পূর্ন হয়েছে। প্রতিটি প্রতিযোগিতা শেষে শিশুদের পুরস্কার বিতরণ করা হয়।