আলিফ বিন রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, আ. লীগ সরকার যতো উন্নয়ন করেছে, অতীতে কোন সরকার পক্ষে করা সম্ভব হয়নি: পলক
আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমরা আইসিটি বিষয় বাধ্যতামূলক করে দিয়েছি।
যাতে করে সমসাময়িক প্রযুক্তির সঙ্গে সবাই পরিচিত হতে পারে। কারণ এখন কম্পিউটার না জানলে কোনো পেশায়ই কেউ সফল হতে পারবে না।
সোমবার (০২ অক্টোবর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরী আলিম মাদরাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুন্ডরী আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল কবীর দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, যদি আমরা নৌকা মার্কায় ভোট নিয়ে বিজয়ী হতে না পারতাম, তাহলে আমাদের ছেলে-মেয়েরা বিনামূল্যে বই পেত না, বিদ্যুতের আলোতে আলোকিত হতো না প্রতিটি ঘর, সুবিধাবঞ্চিতরা বিভিন্ন সুবিধা পেত না।
হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে অনেক সরকার ছিল, তারা কতটুকু উন্নয়ন করেছে?
পলক আরও বলেন, আপনাদের ভোট সঠিক ব্যক্তি, সঠিক মার্কা, সঠিক দলকে দিলে আপনাদের এলাকায় আপনারা উন্নয়ন এবং সুশাসন উপহার পেতে পারেন।
এর প্রমাণ গত সাড়ে চৌদ্দ বছরে আপনারা পেয়েছেন। আমি কখনো নিজেকে এমপি, মন্ত্রী, কেন্দ্রীয় নেতা হিসেবে মনে করি না, আমি মনে করি আমার এলাকার মানুষ আমার ওপর যে দায়িত্ব দিয়েছে সেটা সঠিকভাবে পালন করাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সজীব ওয়াজেদ জয় ভাই আমাদের সিংড়ার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যারা কারিগর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চারটি প্রতিষ্ঠান উপহার দিয়েছেন। আগামী ৫ বছরে এই চারটি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু, অধ্যক্ষ মাওলানা মো. হজরত আলী প্রমুখ।
পরে কলম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও বিকেলে কালিনগর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।