ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে পেস্টি ডেস পেটিটস ইন রুমিন্যান্ট (পিপিআর) রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল/ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকা ক্যাম্পেইন প্রদানের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বেতান্দর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়সূত্রে জানা গেছে, পিপিআর ও ক্ষুরারোগ একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এই রোগ একটি ছোঁয়াছে রোগ। এই রোগে আক্রান্ত হলে ছাগল ও ভেড়াকে বাঁচানো কঠিন। তাই এই রোগ প্রতিরোধে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে উপজেলার গৌরীপুর পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রতিটিতে ৯টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই পিপিআর টিকা প্রদান করা হবে। ৩ মাসের ছোট ও ৩ মাসের গর্ভবতি ছাগল বাদ দিয়ে এ উপজেলায় আনুমানিক ৪০ হাজার ছাগল এই টিকা প্রদান করা হবে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. হারুন অর রশিদের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বোকাইনগর ইউপি চেয়ারম্যান মোঃ আল মুক্তাদীর শাহীন, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আসমা উল ইকবাল, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য ফারুক আহাম্মেদ প্রমুখ।