দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহী-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যতদিন গড়ছে ততই আ”লীগ সংঠনের রাজনীতির মাঠ গরম হচ্ছে। এবং মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সংগঠন থেকে নৌকা প্রতিক নিতে রাজশাহী-১ তথা ভি আ ইপি আসন থেকে একাধিক প্রার্থীর নাম শুনা গেলেও তিন জন প্রার্থীকে রাজশাহী ১ আসনের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনায় দেখা মিলেছে।
বর্তমান রাজশাহী- ১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী তানোর গোদাগাড়ী উপজেলার পৌর ও ইউপি ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ সংগঠনকে শক্তি শালি করার লক্ষ্য সহযোগী সংগঠনের কমিটি গঠন করেছেন এবং আওয়ামী লীগ সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভা চলমান রয়েছে।
রাজশাহী-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, সাবেক তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী খুব শক্তপক্ত অবস্থান নিয়ে বিভিন্ন এলাকায় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শো-ডাউন ও জনসাধারণের মাঝে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
মনোনয়ন প্রত্যাশী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী আয়েশা আক্তার ডালিয়া রাজশাহী-১ আসনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সরকারের করা বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট ও মিষ্টি (লাড্ডু) বিতারণের পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।