মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় কলেজ ছাত্রী মোছাঃ মনিরা খাতুন (১৮) নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার কুশারিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরা উপজেলার কাজলা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। সে স্থানীয় ধলাপাড়া কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
ধলাপাড়া কলজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষা শেষে বাড়িফেরার পথে কুশারিয়া নামক স্থানে একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাকে পিছনে থেকে ধাক্কা দিলে তৎক্ষণাৎ ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় মনিরা। পরে দ্রুত ঘাটাইল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকগণ তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য কাফি মিয়া জানান, এইচএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ বাড়ি ফিরছিল মনিরা। পথিমধ্যে কুশারিয়া এলাকায় একটি বেপরোয়া দ্রুতগতির ট্রাক মনিরাকে বহনকারী অটোরিকশাকে চাপা দিলে ছিটকে পরে ট্রাকের চাকায় পিষ্ট হয় মনিরা। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে। মনিরা তার বাবামায়ের একমাত্র কন্যা সন্তান। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান।