প্রেস বিজ্ঞপ্তি
যশোরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা মজুদের অপরাধে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অপদ্রব্য জেলি পুশকৃত চিংড়ি মাছ পরিবহনে সহায়তা করার অপরাধে তিনটি বাস মালিককে মোট এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ জেলি পুশকৃত চিংড়ি মাছ ধ্বংস করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপুর এলাকার মোঃ নুরুজ্জামান এর মৎস্য হ্যাচারীতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছের পোনা বাজারজাত করণের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইং ২৫/০৯/২০২৩ তারিখ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের, অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির, যশোর এর সমন্বয়ে র্যাবের একটি আভিযানিক দল উক্ত হ্যাচারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬০ কেজি নিষিদ্ধ ঘোষিত আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার প্রমাণ পাওয়ায় হ্যাচারী মালিক মোঃ নুরুজ্জামান (৩১) সাং- কাজীপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’কে মৎস্য সুরক্ষা ও সংক্ষরণ আইনের অপরাধে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড করা হয়েছে। এবং অপরদিকে চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে বাজারজাত করণের উদ্দেশ্যে বিপুল পরিমান জেলি পুশকৃত চিংড়ি মাছ পরিবহন করে সাতক্ষীরার শ্যামনগর হতে চাপাইনবাবগঞ্জগামী ০১ টি মেট্রোপলিটন বাস ও মংলা হতে কুড়িগ্রামগামী ০২ টি আসিফ স্পেশাল নামক বাস যশোর মনিহার মোড় হয়ে যাইতেছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইং ২৫/০৯/২০২৩ তারিখ সময় রাত ১১.১০ ঘটিকায় র্যাবের আভিযানিক দলটি যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার মোড়ে চেকপোষ্ট বসিয়ে অপদ্রব্য জেলি পুশকৃত চিংড়ি মাছ ভর্তি উল্লেখিত তিনটি বাস থামিয়ে চেক করেন। এ সময় উক্ত মেট্রোপলিটন নামক বাসে ০৯ টি ককসিট ও অপর দুইটি আসিফ স্পেশাল নামক বাসে ১৫ টি ককসিট সহ সর্বমোট ২৪ টি ককসিট ভর্তি আনুমানিক (৬০০ কেজি) অপদ্রব্য জেলি পুশকৃত চিড়িং মাছ পাওয়া যায়।
অপদ্রব্য জেলি পুশকৃত চিড়িং মাছ পরিবহনের অপরাধে মৎস্য পরির্দশন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মেট্রোপলিটন বাসের মালিক ১। রাজন (৩৬)’কে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা ও আসিফ স্পেশাল বাসের মালিক ২। আব্দুল মান্নান (৪৪)’কে ৮০,০০০/- (আশি হাজার) টাকা, সর্বমোট ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে অপদ্রব্য জেলি পুশকৃত চিংড়ি মাছ পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
জব্দকৃত (৬০ কেজি) নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা ও আনুমানিক (৬০০ কেজি) অপদ্রব্য জেলি পুশকৃত চিড়িং মাছ উপস্থিত জনগণ, মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণের সম্মুখে ধ্বংস করা হয়েছে।