হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত হিজলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ। উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় হিজলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুরনবী এবং সদস্য সচিব মোস্তফা কামাল সাদ্দাম এর নেতৃত্বে সকল সদস্য উপস্থিত ছিলেন। আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ থাকার কারণে সভায় উপস্থিত হতে পারেননি।
এ সময় বক্তব্য রাখেন, হিজলা উপজেলার বিজয় নিউজ পত্রিকার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, হিজলা উপজেলার মাই টিভির প্রতিনিধি যুগান্তর পত্রিকার প্রতিনিধ মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি নূরনবী, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সুমনুর রহমান সোহাগ, তালুকদার মামুন, মোস্তফা কামাল সাদ্দাম সহ আরো অনেকে, মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার বাল্য বিয়ে, শিক্ষা বিষয়ক, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন, অবৈধ ইটভাটা, নদীর তীরের মাটি কাটা, সরকারি জমি দখল, গরু চুরির বিষয়ে, মুদি দোকানে কীটনাশক বিক্রয়, বাজার মনিটারিং, মা ইলিশ রক্ষা অভিযান সহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেছেন। হিজলা উপজেলার সকল সংবাদ কর্মীদের উপস্থিতি কামনা করে, সবশেষে তিনি বলেন, সমস্যা গুলো সমাধানে আপনারা সহ সকলের সাহায্যের প্রয়োজন হবে এলাকা এবং দেশের স্বার্থে।