প্রেস রিলিজ
অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণ র্যাব ১১, সিপিএসসি নারায়ণগঞ্জ কর্তৃক একজন আসামী গ্রেফতার॥
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ বিকালে ফতুল্লা থানাধীন পাগলা বৈরাগী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ধর্ষণ মামলার আসামী লিটন মিয়া (২৬), পিতা- কসাই, সাং- পাগলা বৈরাগী বাড়ি পূর্বপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গত ১৪/০৭/২০২২ ইং তারিখে ভিকটিম (১৮) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নয়ামাটি বৈরাগী বাড়ি তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। একই তারিখ রাত অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় ভিকটিম (১৮) তার বান্ধবীর বাসা হতে বের হয়ে দোকান থেকে খাবার কিনে পুনরায় বান্ধবীর বাসায় ফেরার পথে গ্রেফতারকৃত আসামী লিটন মিয়া (২৬) সহ অনান্য আসামীরা ভিকটিমকে ধারালো চাকুর মুখে জিম্মি করে পাগলা বৈরাগী বাড়ি এলাকার শাওন’এর এক তলা বিশিষ্ট বিন্ডিংয়ের ভিতর নিয়ে যায়।
এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী লিটন মিয়া (২৬)’সহ অনান্য আসামীরা ভিকটিমকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এই পাশবিক ধর্ষণের ফলে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে ভিকটিমের জ্ঞান ফিরে আসলে গ্রেফতারকৃত আসামী লিটন মিয়া (২৬) ও সঙ্গীয় আসামীরা ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে উক্ত বাড়ি হতে বের করে দেয়।
উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৩ তারিখ ১৬ জুলাই ২০২২। উক্ত ধর্ষণের পর হতে আসামী লিটন মিয়া (২৬) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার আসামী লিটন মিয়া (২৬)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত গণধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। —–স্বাক্ষরিত—– মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ।