কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার একটি ধানক্ষেত থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুর (২৫ সেপ্টেম্বর) ১২টার দিকে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের একটি ধানক্ষেতের ভিতরের কয়েকজন যুবক বড়শি দিয়ে মাছ ধরতে গেলে এ সময় ধানক্ষেতের ভিতর অর্ধগলিত অবস্থায় একটি লাশ দেখতে পায়ে তারা ডাক-চিৎকার দিয়ে এলাকাবাসীকে জানায়।
খবর শুনে একই গ্রামের শংকর মিস্ত্রি ও তার বড় ছেলে লাশের লুঙ্গি ও হাতের ব্রেসলেট দেখে সনাক্ত করে গত ১৬ই সেপ্টেম্বর থেকে নিখোঁজ হওয়া এটা তার ছোট ভাই সৌরভ মিস্ত্রির (২২) লাশ। এলাকাবাসী খবর দিলে কাউখালী থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
শংকর মিস্ত্রি জানান, আমার ছেলে সৌরভ মিস্ত্রি মানসিক ভারসাম্যহীন গত ১৬ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে আমরা তাকে বহু জায়গায় খুঁজেছি থানায় জানিয়েছি কোথায় খুঁজে পাই নাই।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, খবর পেয়ে ধান ক্ষেতের ভিতর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছি। কি কারনে মারা গেছে তা তদন্ত করে দেখা হবে।