বিশেষ প্রেস বিজ্ঞপ্তি
ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, কেরাণীগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলায় র্যাব-১০ এর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার।
“বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতারসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রনে কাজ করছে। র্যাবের এই অভিযান ও কার্যক্রম দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়েছে। চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এরই পরিপেক্ষিতে র্যাব-১০ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাইকারী রোধকল্পে ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, সায়েদাবাদ বাস টার্মিনাল, গোলাপবাগ, ধোলাইপাড়, মাতুয়াইল, কেরাণীগঞ্জ, বাবুবাজার, ধলেশ্বরী টোলপ্লাজা, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং মুন্সিগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলায় র্যাব-১০ এর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ রোবাস্ট পেট্রোল এবং চেক পোস্ট পরিচালনার মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে র্যাব-১০ এর গোয়েন্দা সদস্য কর্তৃক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সর্বোপরি সাধারন মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাইকারী রোধকল্পে র্যাব-১০ এর দায়িত্বপূর্ন এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্যরা সদা-সর্বদা সচেষ্ট রয়েছে।
আমিনুল ইসলাম, সিনিঃ সহকারী
পরিচালক
অধিনায়কের পক্ষে
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
কেরাণীগঞ্জ,