প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১ কর্তৃক বিশেষ অভিযানে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার চাঞ্চল্যকর অপহরণপূর্বক নাবালিকার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও অপহরণ মামলার আসামী ২৪ ঘন্টার পূর্বে গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকাল অনুমান ০৪.১৪ ঘটিকায় ভিকটিম শান্তা আক্তার (১৬), পিতা-মোঃ হাচানুর মোল্লা, জেলা-গোপালগঞ্জ প্রকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাড়ির পাশে বাথরুমে যাওয়ার সময় ঘটনাস্থলে পূর্ব হইতে ওৎপেতে থাকা আসামীরা ভিকটিমকে জোড়পূর্বক অপরহন করে মাইক্রো বাস যোগে ঘটনাস্থল হতে নিয়ে আসে।
পরবর্তীতে ১নং আসামী মামলার অন্যান্য আসামীদের সহযোগীতায় ভিকটিমকে অপহরন করে বিভিন্ন স্থানে ভিকটিমকে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। বিষয়টি ভিকটিমের পিতা জানতে পেয়ে তার মেয়েকে উদ্ধার ও আসামীকে আটকের জন্য গোপালগঞ্জ জোলার কাশিয়ানি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন যার মামলা নং-১৭, তারিখ-২২/০৯/২০২৩ ইং, ধারা- ৭/৯(১)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ পরবর্তীতে গোপালগঞ্জ জোলার কাশিয়ানি থানা পুলিশ আসামী ও ভিকটিমের অবস্থান ঢাকা জেলার সাভার থানা এলাকা নির্ণয় করে র্যাব-১, এর নিকট অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের সহায়তা কামনা করলে র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ১৫.৪০ ঘটিকায় র্যাব-১, উত্তরা ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ঢাকা জেলার সাভার থানাধীন আলমনগর এলাকার জামে মসজিদের পাশে অপহরণকারী ভিকটিমকে নিয়ে আত্মগোপনে আছে। উক্ত সংবাদের বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী আসামী নাসির শেখ (২১), পিতা-রবিউল শেখ, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীর নিকট হতে অপহৃত ভিকটিম মোছাঃ শান্তা আক্তার (১৬), পিতা-মোঃ হাচানুর মোল্লা, জেলা-গোপালগঞ্জ’কে উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত অপহরণকারী ও উদ্ধারকৃত ভিকটিমকে কাশিয়ানি থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
মোঃ পারভেজ রানা
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
ফোনঃ ৪৮৯৬৩১৫২।