ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে এক স্কুল শিক্ষিকার ব্যাগ ছিনতাই করেছে মোটর সাইকেল আরোহী ছিনতাইকারী। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে উপজেলার কলতাপাড়া নামক স্থানে।
ছিনতাইয়ের শিকার স্কুল শিক্ষিকা কামরুন্নাহার লিপি উপজেলার কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। স্কুল শিক্ষিকা কামরুন্নাহার লিপি জানান, স্কুল ছুটির পর চার সহকর্মীর সাথে কলতাপাড়া বাজার থেকে ময়মনসিংহে বাসার উদ্দেশ্যে মাহেন্দ্র দিয়ে রওনা হন। এ সময় কলতাপাড়া বাজারের সামনে সোয়াদ ফিলিং স্টেশন পার হওয়ার সময় দুই ছিনতাইকারী মোটর সাইকেলে করে এসে হেঁচকা টানে কোলের উপর এক হাতে ধরে রাখা ব্যাগ নিয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়।
তিনি আরো জানান, স্কুলের সামনের দোকান থেকে নগদ থেকে ২৪ হাজার টাকা তুলে ও পূর্ব থেকে ব্যাগে ১৬ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা ছিলো।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।