দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহী মোহনপুর থানাধীন সইপাড়া মোড়ের চার পাশে গড়ে উঠেছে মরণ নেশা মাদকের হাট বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে বিক্রি হচ্ছে ইয়াবা ও ফেনসিডিল আর এই মাদক ব্যবসার সম্রাট বাপ্পা দিন দিন বেপয়ারা হয়ে উঠেছে।
মোহনপুর থানার এত পাশে মাত্র ২/৩ কিলোমিটারের মধ্যে কি করে চালছে এই মাদক ব্যবসা বলে প্রশ্ন তুলেছেন সইপাড়া এলাকার সুশীল সমাজ।
মোহনপুর সইপাড়া মাদকের হাট বন্ধ হচ্ছে না কেনো?এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সইপাড়া এলাকার নারী, পুরুষসহ শিশু কিশোরদের মাঝে। এলাকাবাসী বলছে,গ্রামের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সইপাড়া মোড়ে ভাতুড়িয়া গ্রামের মাদক সম্রাট বাপ্পার উপস্থিতি থাকে কিছুক্ষণ পরপর তার কাছে মাদক নিতে মোহনপুরের বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সী যুবকেরা আসে বাপ্পাকে এই ০১৯৯৬৮৪৮৯১৬ ফোন করলেই প্রকাশ্যে খোলা বাজারে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করছে বাপ্পা, প্রতিনিয়ত দেখা মিলছে বহিরাগত তরুণ যুবক ও মাঝ বয়সি মাদকসেবন কারীদের।
স্থানীয় সুশীল সমাজের উর্তি বয়সের ছেলে-মেয়েদের নিয়ে অভিভাবকরা রয়েছে চরম আতংকের মধ্যে। নাম প্রকার্শে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দিনরাত সমান ভাবে চালাচ্ছেন মাদকের ব্যবসা। বাপ্পা প্রতিদিন ব্যস্ত থাকেন মাদক বিক্রি নিয়ে এতে করে একদিকে বাড়ছে চুরির হিড়িক, অন্যদিকে পরিবারে অশান্তি সৃষ্টি করছে স্থানীয় মাদক সেবিরা।স্থানীয়দের দাবি, দ্রুত মাদক সম্রাট বাপ্পাকে এখনই আইনি ভাবে জোরালো ব্যবস্থা গ্রহণ না করলে আরো বেপরোয়া হয়ে উঠবে তার মাদক ব্যবসা। পাশাপাশি নষ্ট হবে সমাজের পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্ম মাদকের থাবা থেকে বের হতে পারবেনা বলেও অভিভাবকদের অভিযোগ।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস পাল জানায়, বাপ্পা বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করছে। খুব শীঘ্রই বাপ্পাকে আটক করা হবে। তিনি আরো বলেন মাদক বিক্রেতা ও মাদকের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মাদক মুক্ত এলাকা করতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন ওসি হরিদাস পাল।