প্রেস বিজ্ঞপ্তি
একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে ছাত্রশিবির সিলেট মহানগর
ছাত্রশিবির সিলেট মহানগরীর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। নগরীর একটি মিলনায়তনে একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ টাকা প্রদান করা হয়। ছাত্রশিবির সিলেট মহানগরীর সভাপতি সিদ্দিক আহমদের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি শরীফ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, পড়াশুনার পাশাপাশি তোমাদের নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, তোমাদেরও এগিয়ে যেতে হবে সামাজিক ও মানবিক মূল্যবোধ তৈরীর মাধ্যমে। মোবাইলের নেশায় আসক্ত না হয়ে সত্যিকারের মানুষ হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, তোমাদের মা-বাবা ও শিক্ষকদের সম্মান করতে পারলে তাদের দোয়ায় তোমাদেরকে অনেক উপরে নিয়ে যাবে।
তিনি আরো বলেন, শিক্ষাবৃত্তির মাধ্যমে ছাত্রশিবির তোমাদের স্বপ্ন পূরণে উৎসাহিত করছে। ছাত্রশিবির তরুণ মেধাবীদের মেধাকে দেশের জন্য বিনিয়োগ করতে শেখায়। মেধাবীদের সঠিক মূল্যায়ন কেবল মাত্র ছাত্রশিবিরই করে থাকে। ছাত্রশিবির বিশ্বাস করে মেধাবীদের দিয়েই সমৃদ্ধ দেশ গঠন সম্ভব। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে ছাত্র শিবির ময়দানে কাজ করে যাচ্ছে। পরিশেষে প্রধান অতিথি সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।