সাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: রংপুরের কাউনিয়া মধুপুর কারবালা মাঠে আগামী ৭ই নভেম্বর ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ওয়াজ মাহফিল সফল করার লক্ষ্যে গতকাল সন্ধ্যায় এক প্রস্তুতি অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় শফিকুল ইসলাম মাস্টার সভাপতিত্বে ও আব্দুল বাকির সঞ্চালনায় বক্তব্য রাখেন বকুল মিয়া,মানিক মাষ্টার, রবিউল ইসলাম, বাদশা মিয়া, মমিনুল ইসলাম মোমিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে আলোচনা সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ওয়াজ মাহফিল সফল করার লক্ষ্যে প্রায় দেড় লক্ষ টাকা প্রদান করেন। আয়োজক কমিটি জানায় আগামী ৭ নভেম্বর ওয়াজ মাহফিলটি সম্পন্ন করতে তাদের প্রায় সাড়ে তিন লক্ষ টাকার প্রয়োজন।
এখানে উপস্থিত যারা রয়েছেন তারা সবাই এখানে সহযোগিতা করেছেন তাতে প্রায় দেড় লক্ষ টাকা আমাদের হয়ে গেছে। বাকী টাকা সকলের সহযোগিতায় ব্যবস্থা করতে চাই। ওয়াজ মাহফিলে অংশ গ্রহণ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসি্সরে কোরআন ও ক্বারী মাও মোঃ আব্দুল্লাহ আল আমিন ঢাকা।