ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ বনাম ভালুকা বয়েজ ক্লাব এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব আঃ রশিদের সার্বিক সহযোগিতায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে ভালুকা ডিগ্রি কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ, ভালুকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ন ম শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. শওকত আলী, সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিল্পব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া খাতুন, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, বয়েজ ক্লাব সভাপতি এস এম গোলাপ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সবুজ, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন, সাধারন সম্পাদক মোঃ অনিক তালুকদার প্রমূখ।