কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ।
বিএনপির কেন্দ্র ঘোষিত বরিশাল বিভাগীয় রোডমার্চ পিরোজপুরের কাউখালীতে কাউখালীতে সমাপ্তি সমাবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় শনিবার বিকাল ৩টায় সমাপ্তি সমাবেশ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। সরকার পতন আন্দোলনের এক দফা দাবীতে বরিশাল বিভাগীয় বিএনপির রোড়মার্চ পটুয়াখালী থেকে সকাল ১০ টায় পটুয়াখালীর এয়ারপোর্ট থেকে শুরু হয়ে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হাজার হাজার নেতাকর্মী সারিবদ্ধভাবে রোডমার্চে অংশগ্রহন করে। রোডমার্চটি পটুয়াখালী থেকে ৮০ কিলোমিটার পথ পার হয়ে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। রোডমার্চটি যাত্রা পথে বরিশালের রূপাতলী, ঝালকাঠীর সাইটপাইক্যা ও রাজাপুরে পথসভা করবে। সবশেষ বিকাল ৩টায় পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সরকারের পদ ত্যাগের এক দফা দাবীতে বরিশাল বিভাগীয় বিএনপির রোড়মার্চ সমাপ্তি সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশ গ্রহন করব। আমাদের এ লড়াই গনতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
শনিবার বিকালে বরিশাল বিভাগীয় রোডমার্চ সমাপ্তি সমাবেশে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় শনিবার বিকাল ৩টায় সমাবেশ শুরু হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম, যুগ্ম মহাসচিব সরোয়ার হোসেন, বরিশাল বিভাগীয় রোডমার্চ প্রধান সমন্বয়কারী ও যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু প্রমুখ।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই সরকার আগে ছিল ভোট চোর আর এখন ভোট ডাকাতির জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন। শেখ হাসিনা আগে বলেছে এত কষ্ট করে আমেরিকা যাবার কি দরকার। আর এখন তিনি নিজেই আমেরিকা গেছেন। তিনি আরো বলেন, আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ।