মোঃ হাফিজুর রহমান, টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করে।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ কামরুল হাসান, সিনিয়র জেলা ও দায়রা জজ, গোপালগঞ্জ, মোঃ হায়দার আলী খোন্দকার, বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, গোপালগঞ্জ, মোঃ মাকসুদুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোঃ আবু ইব্রাহিম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, মোঃ সাইদুর রহমান, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, মোঃ আনিসুর রহমান, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, মোঃ ফিরোজ মামুন, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোঃ মিজানুর রহমান, বিজ্ঞ বিচারক, ল্যান্ড সারভে ট্রাইব্যুনাল, মোঃ মেহেদী হাসান, সিনিয়র সহকারী জজ, গোপালগঞ্জ সদরজনাব মোঃ কামরুজ্জামান, সিনিয়র সহকারী জজ, মোঃ শফিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার, মোঃ মেহেদী হাসান, সহকারী জজ, মাসুমা রহমান, সহকারী জজ, টুংগীপাড়া থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান স্থানীয় আরো অনেক ব্যক্তিবর্গ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।