হৃদয় চন্দ্র শীল, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর দশািমনা উপজেলায় মিন্টু (৪৫) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ। সে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আঃ রউফ হাওলাদারের ছেলে।
থানা সুত্রে যানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টার দিকে দশমিনা থানার উপ- পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে মাদক মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত আসামী মিন্টুকে গ্রেপ্তার করেন।
উল্লেখ্য, গত ২০০৪ সালে তিনশত বোতল ফেন্সিডিল পাচার কালে ঢাকা জেলার ধামরাই থানা পুলিশের হাতে মিন্টু গ্রেপ্তার হন। এবং ৮ জানুয়ারী ২০১৭ তারিখ বিজ্ঞ আদালত আসামী মিন্টুকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ডে দন্ডিত করেন। গ্রেপ্তারকৃত মিন্টু দীর্ঘ ৬ বছর ৯ মাস পালিয়ে ছিল।
এবিষয়ে উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ২৩-৯-২৩ ইং তারিখ রোজ শনিবার সাজাপ্রাপ্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।