দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহীর তানোর পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বিকালে পৌর এলাকার তালন্দ এম, এ উচ্চ বিদ্যালয়ের চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পৌর যুবলীগের সভাপতি রোকনুজ্জামান জনির সভাপতিত্ব ও সাধারন সম্পাদক আলফাজ শাহ্ র সঞ্চালনায় ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা নবনির্বাচিত আওয়ামী লীগ কমিটির যুগ্ম সম্পাদক লুৎফর হায়দার রশিদ ময়না, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আ”লীগের যুগ্ন সাধারন সম্পাদক জিল্লুর রহমান।তানোর পৌর আ”লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন। বাঁধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, এ সময় আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট, ওয়ার্ড কাউন্সিলর তাসির উদ্দিন প্রমুখ।
ত্রি-বার্ষিক ওয়ার্ড কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহাবুর হোসেন খোকন, সম্পাদক সুজন কুমার প্রামানিক, ২ নং ওয়ার্ডের সভাপতি নাসির উদ্দিন সম্পাদক আঃমতিন, ৩নং ওয়ার্ডের সভাপতি আঃহাকিম সম্পাদক ফজলুর রহমানকে নির্বাচিত করা হয়।