ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
সিপিবি’র বিপ্লবী কাজে ও আগামীর বামপন্থা লড়াইয়ে তরুণদের যুক্ত করতে হবে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় এসব কথা বলেছেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি ডাঃ সাজেদুল হক রুবেল।
শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা উদীচী-মহিলা পরিষদ কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ময়মনসিংহের বিভিন্ন শাখা, উপজেলা ও জেলার নেতৃত্ব অংশগ্রহণ করেন।
পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড এডভোকেট এমদাদুল হক মিল্লাতে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার এর সঞ্চালনায় আলোচনা করেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মনিরা বেগম অনু, মোতাহার হোসেন, সাজেদা বেগম সাজু, আলআমিন আহমেদ জুন, ময়মনসিংহ নগর কমিটির সভাপতি নবী হোসেন, ফুলবাড়িয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল রানা, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান সোহেল, গৌরীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন আল বারী, ফুলপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, মুক্তাগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ব্রজ গোপাল দাস শ্যামল, তারাকান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, ভালুকা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, হালুয়াঘাট উপজেলা শাখার সম্পাদক আবু বক্কার সিদ্দিক, ত্রিশাল উপজেলা শাখার সম্পাদক মো: আতাহারুল ইসলাম, গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক এডভোকেট সাইফুস সালেহীন, নারী শাখার সম্পাদক সামিয়া সারোয়ার, সাংস্কৃতিক শাখার সভাপতি ডাঃ প্রদীপ চন্দ্র কর, তারাগাই শাখার সম্পাদক বদরুল ইসলাম, কিসমত শাখার সম্পাদক মোকলেসুর রহমান, মীরকান্দাপাড়া শাখার সম্পাদক ইসমাইল হোসেন, বিশেষ শাখার সম্পাদক কে জামান মজুমদার, পার্টি নেতা সুশান্ত দেবনাথ খোকন প্রমুখ।
কর্মশালায় বক্তারা, চলমান সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেন। বর্তমান স্বৈরাচারী ব্যবস্থা বদল করে মুক্তিযুদ্ধের চেতনায় বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহবান রাখেন।