প্রেস বিজ্ঞপ্তি
বহুল আলোচিত নড়াইল জেলার লোহাগড়া থানার চাঞ্চল্যকর বরকত আলী হত্যা মামলার অন্যতম ০২ জন আসামী’কে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ভিকটিম এর স্ত্রী বাদী ফাতেমা খানম (৪৮), স্বামীঃ মৃত এস এম বরকত আলী, গ্রামঃ দক্ষিন পাংখারচর, থানাঃ লোহাগড়া, জেলাঃ নড়াইল।
লোহাগড়া থানায় এজাহার দায়ের করেন যে, গত ২৯/০৮/২৩ ইং তারিখ পূর্ব শক্রতার জের ধরিয়া আসামী ১) হেমায়েত ওরফে রুনু মোল্লা (৫৫), থানাঃ হেলাগড়া, জেলাঃ নড়াইল, ২) আহসান হাবীব তুফান (৩৫), থানাঃ নড়াইল সদর, নড়াইল, ৩) নেপাল মোল্লা (৪০), ৪) রকি মোল্লা (৩৫) ৫) সাকিব মোল্লা (২৬), ৬) হামিম মোল্লা (২৩) ৭) ইমরান মোল্লা (২৪), ৮) নাজমুল মোল্লা (৩০), ৯) শাফি মোল্লা/দাই (৩৫), , ১০) আইয়ুব আলী মোল্লা/দাই (৫৫), ১১) আমিন (২৪) সর্ব থানাঃ নড়াইল সদর, নড়াইল ১২) মোহাব্বত (২২) থানাঃ লোহাগড়া, জেলাঃ নড়াইলসহ আরও অন্যান্য অজ্ঞাতনামা আসামীরা তার স্বামী এস এম বরকত আলী মোল্লাকে দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারী আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ হত্যাকান্ড সংক্রান্তে নড়াইল জেলার লোহগড়া থানায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১টি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১/১৯১, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০২/৩৪/১১৪ পেনাল কোড-১৮৬০। এ ব্যাপারে লোহাগড়া থানার পুলিশ র্যাব-১ এর নিকট আসামী কে গ্রেফতারের সহায়তা কামনা করলে র্যাব-১ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ০১.৩০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নড়াইল জেলা, লোহাগড়া থানার মামলা নং-১/১৯১, ধারা- ১৪৩/ ৩২৩ /৩২৫/৩০২/৩৪/১১৪ পেনাল কোর্ড-১৮৬০ এর মামলার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী ডিএমপি ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সময় ডিএমপি ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন, রেডিসন হোটেলের এর সামনে অভিযান পরিচালনা করে পলাতক ৯নং আসামী শফি মোল্লা/দাই (৩৫), পিতা-ভৈনো মোল্লা/দাই, জেলা-নড়াইল এবং ১১নং আসামী মোঃ আমিন (২৪), পিতা-আইয়ুব আলী মোল্লা/দাই, জেলা-নড়াইল’দের গ্রেফতার করা হয়।
এসময় আসামীর নিকট হতে ০২ টি মোবাইল ফোন, ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাক্ষরিত/-
মোঃ পারভেজ রানা
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
ফোনঃ ৪৮৯৬৩১৫২।