মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
পাটলাই নদীতে বিআইডব্লিউটিএর ইজারাদার সরকার নিধারিত হারের চেয়ে ১০ থেকে ১৫ টাকা কম রেটে স্লীপের মাধ্যমে শুল্ক আদায় করছে।
সরেজমিন গিয়ে খোঁজ নিয়ে দেখা যায়, বড়ছড়া শুল্ক স্টেশন থেকে সুলেমানপুর পযন্ত ঘাট পয়েন্ট থেকে একমাত্র বিআইডব্লিউটিএ বৈধভাবে মানি রিসিটের মাধ্যমে নৌযান থেকে শুল্ক আদায় করে আসছে। কিন্তু কোডগাড়ীর নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ১০ থেকে ১৫ হাজার টাকা মানি রিসিট ছাড়াই চাঁদা আদায় করে আসছে। এছাড়াও রশিদ ছাড়া প্রত্যেক নৌযানকে ইউনিয়ন ট্যাক্স দিতে হচ্ছে ২৫০ টাকা। এদিকে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিরব লক্ষ করা যাচ্ছে। রশিদ ছাড়া চাদা আদায় অপরাধে জড়িয়ে পড়ছে স্থানীয় প্রভাবশালী উৎশৃংখল সিন্ডিকেট। তাদের দাপটে পাটলাই নদীতে নৌযান চালকরা অতিষ্ট।
মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের বিআইডব্লিউটিএর ইজারাদার মো রতন মিয়া বলেন, বাংলাদেশ অভান্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)র দেওয়া চার্ট অনুযায়ী আমরা টোল আদায় করছি। একটি কু-চক্রি ব্যবসায়ি মহল নিজ স্বার্থ হাসিলের জন্য বিআইডব্লিউটিএর বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায় করছে বলে অপপ্রচার চালিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্থ করছে। আমরা বিআইডব্লিউটিএ রেট চার্ট থেকেও কম টোল আদায় করছি। সরকারি ৩৪ টাকা পঞ্চাশ পয়সার স্থলে ২৩ টাকা প্রতি টনে টোল রাখছি। আড়াই কোটি টাকা সরকারি রাজস্ব দিয়ে ২৩ টাকা টনে টোল নিলে আমাদের মূল টাকাই উঠবে না। তারপরও জনস্বার্থে আমাদের লস হলেও আমরা এর বাহিরে যাচ্ছি না। বিআইডব্লিউটিএ কর্মকর্তা প্রতিদিন আমাদের টোল আদায়কালে সরেজমিনে এসে মনিটরিং করছেন।
তাছাড়া গোয়েন্দা সংস্থাও আমাদের টোল আদায়ের চিত্র মনিটরিং করছে। আমরা প্রতি নৌকায় রিসিট দিয়ে বৈধ ভাবে চাট অনুযায়ী টোল নিয়ে থাকি। যে প্রভাবশালী সিন্ডিকেট মহল কোডগাড়ির নামে রিসিট ছাড়া প্রতি নৌকা থেকে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা জোরপূর্বক নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চুপ কেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েছি। আশারাখি অন্তরালে থেকে আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির সুবিচার পাব।
নৌযান চালক রুহেল মিয়া বলেন, একটি প্রভাবশালী সিন্ডিকেট মহল বিআইডব্লিউটিএর ইজারাদারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তারা বিআইডব্লিউটিএ বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নদীতে চাঁদাবাজি বৃদ্ধি করতে চাইছে।
বিআইডব্লিউটিএ কর্মকর্তা সুব্রত রায় বলেন, বিআইডব্লিউটিএ চলতি বছরে তাহিরপুরের পাটলাই নদীতে সুলেমানপুর হতে হাসানপুর পর্যন্ত ড্রেজিং করেছে এবং নদীতে পন্টুন জাটি মার্কা স্থাপন করেছে।
এছাড়াও সুনামগঞ্জের নৌযান চালকদের মাঝে মাঝে প্রশিক্ষন দিয়ে আসছে। এখন থেকে পাটলাই নদীতে নিয়মিত নৌপুলিশ এবং থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে। যারাই নিয়ম বহির্ভূত চাঁদাবাজি করবে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। পাটলাই নদীতে বিআইডব্লিউটিএর ইজারাদার সরকার নির্ধারিত হারের থেকে কম টোল আদায় করছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, ডাম্পের বাজার কোডগাড়ী টোল আদায়ের নামে অতিরিক্ত টাকা নেবার কোন সুযোগ নেই তবে বিষয়টি খতিয়ে দেখা হবে । উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় খাস কালেকশন বন্ধ রাখা হয়েছে।