বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল সদর উপজেলার ৪নং শায়েস্তাবাদ ইউনিয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শায়েস্তাবাদ ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক কর্মী সমাবেশ। মোফাজ্জল হোসেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল তিন টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ১৬ নং ওয়ার্ডের বিসিসি কাউন্সিলর রাজিব হোসেন খান, জেলা ছাত্রলীগের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন, ক্রিয়া সম্পাদক, আশিকুর রহমান শাওনসহ শিব্বির হোসেন ও মইন হোসেন।
সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আশিকুর রহমান শাওন ও সিনিয়র সহ-সভাপতি মাহাত হোসেন সুমন আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহ নেওয়াজ শাহীন।
স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নের পরপর নির্বাচিত সফল চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, ইউনিয়নের সকল নেতা ও ছাত্রলীগ কর্মীর।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সফল করার লক্ষ্যে সকল ওয়ার্ডের ছাত্রলীগ কর্মীরা এ সমাবেশে উপবিষ্ট হন। সবাইকে তাক লাগিয়ে সৈয়দ লিমনের নেতৃত্বে এক বিশাল মিছিলে এ সমাবেশে উপবিষ্ট হন। সৈয়দ লিমন শায়েস্তাবাদ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সমীর ও ৮ নং ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক লিপি আক্তারের একমাত্র সুযোগ্য সন্তান। তিনি বর্তমানে সরকারি বিএম কলেজে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। শায়েস্তাবাদ ইউনিয়ন ছাত্রলীগ ও সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের ফ্রম ক্রয় করেন। তিনি ২০১৪ সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সকল সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় অনেক ছাত্রলীগ কর্মীরা জানায় সৈয়দ লিমনকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে মনোনীত করলে ইউনিয়ন ছাত্রলীগ ও শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।