বদলগাছী উপজেলা প্রতিনিধি (নওগাঁ)
মোঃ সারোয়ার হোসেন অপু:
নওগাঁয় জেসমিন আক্তার ওরফে সুমি (২৬) নামের এক গৃহবধূ’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ গৃহবধূ’র মৃত্যু নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে নিহতের স্বামীর পরিবার তথা স্বজনরা আত্নহত্যা বলে দাবি করলেও নিহত গৃহবধূ’র পিতার পরিবার তথা স্বজনদের দাবি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল রানা পলাতক রয়েছে। রহস্যজনক এ গৃহবধূ মৃত্যুর ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার কেশাইল হঠাৎপাড়া গ্রামে।
নিহত গৃহবধূ জেসমিন আক্তার সুমি কেশাইল হঠাৎপাড়া গ্রামের সোহেল রানা’র স্ত্রী ও একই উপজেলার লালুহার গ্রামের আবু বক্কর সিদ্দিক এর মেয়ে। নিহতের স্বামী সোহেল রানা বদলগাছী পিআইও অফিসে কর্মরত। নিহত গৃহবধূ’র ৩ বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় ও থানা সুত্র জানাগেছে, মঙ্গলবার ১৯ শে সেপ্টেম্বর সকালে সোহেল ঘুম থেকে ওঠে স্ত্রী জেসমিন আক্তার সুমি কে ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে জানালায় গিয়ে দেখে জেসমিন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
এসময় তার ডাক চিৎকারে সোহেল এর মা-বাবা সহ প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে মৃত্যু হয়েছে জানতে পারেন। ঘটনাটি থানা পুলিশকে জানালে প্রথমে বদলগাছী থানার এসআই মুনিরুল সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে পৌছান।
এক পর্যায়ে খবর পেয়ে (মহাদেবপুর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান সহ থানার (তদন্ত) ওসি মেহেদী মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
নিহত গৃহবধূ জেসমিন আক্তার সুমি’র শাশুড়ি বলেন, সোমবার রাতে তারা স্বামী-স্ত্রী বিবাদে লিপ্ত হয়। জেসমিন চাকুরী করবে বলে জানায় আর সোহেল চাকুরী করতে দিবেনা বলে জানায়। এনিয়ে দু’ জন বিবাদে লিপ্ত হওয়ার এক পর্যায়ে জেসমিন রাগ করে নিজের ঘরে ঘুমাতে যায়। আর সোহেল মেয়েকে নিয়ে পাশের ঘরে গিয়ে ঘুমায়। সকালে ওঠে দরজা লাগানো দেখে সোহেল ডাকাডাকি করে কোন শ্বাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে জেসমিন ফ্যানের সাথে ঝুলিয়ে আছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী ও স্ত্রীর মাঝে বিবাদ চলছিলো। মৃত্যুর আগেই স্বামীর উপর রাগ করে বাপের বাড়ীতে চলে গিয়েছিল স্ত্রী। গত রবিবার অথবা সোমবার সোহেল শশুর বাড়ী থেকে স্ত্রী জেসমিন কে নিজ বাড়িতে নিয়ে আসেন। এর পরই এ মৃত্যুর ঘটনা।
স্থানীয় সুত্র আরো জানান, সোহেল ঘরে বউ থাকার পরও পাশের বাড়ীর জৈনক এক গৃহবধূ’র সাথে পরকীয়া সম্পর্ক জড়িয়ে পড়ে। যা সোহেল এর বউ মেনে নিতে না পারায় তাদের মধ্যে বিরোধ এর কারন। এমনকি বেশ কয়েক বার স্থানিয় ইউনিয়ন পরিষদে এনিয়ে সালিশও হয়েছে।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বদলগাছী অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারন জানাযাবে। তারপরও ঘটনাটি উদর্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি।