ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া গ্রন্থিত ইতিহাস বহে নিরবধি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহনের সভাপতিত্বে এবং হবিরবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নাজমুল হাসান ও ভরাডোবা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আফতাব উদ্দিন পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজ্বী মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল), দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা কামাল, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ খাইরুল আলম মল্লিক, কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ খাইরুল আলম নান্নু প্রমূখ।
বইটির লেখক আতিকুল ইসলাম জাকারিয়া বলেন, বইটিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে। বই প্রেমিদেরকে বইটি পড়ার অনুরোধ রইলো।