আলিফ বিন রেজা : সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বাঙালি সংস্কৃতি ও চলনবিলের ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সিংড়া উপজেলার আত্রাই নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী ‘চলনবিল নৌকাবাইচ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি’র উদ্যোগে আত্রাই নদীতে আয়োজিত হয় উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এ নৌকাবাইচ উৎসব।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় এর উদ্বোধনের মাধ্যমে সারাদিন চলে বর্ণিত এই নৌকা বাইচ উৎসব।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।