রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ
মাফিয়া চক্রের অন্যতম সহযোগী জগন্নাথপুরের রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার রাত সাড়ে ১১ টায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ও পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও শান্তিগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকাস্থ যাত্রাবাড়ী এলাকা থেকে মানবপাচারী মাফিয়া চক্রের অন্যতম সদস্য জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।
সে দরগাপাশা ইউনিয়নের আসামপুর গ্রামের লিবিয়া প্রবাসী মাফিয়া চক্রের প্রধান এনাম দালালের আপন শ্যালক, বুধবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী বলেন, মানব পাচারের মামলায় অন্যতম আসামী রুবেলকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।