নওগাঁ প্রতিনিধি,
মোঃ সারোয়ার হোসেন অপু
বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর ”ব্যানবেইসে” ভূয়া শিক্ষকের তথ্য দেওয়া সেই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করা হয়েছে। নওগাঁর মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ বৃহস্পতিবার বিদ্যামাধুরী শিক্ষায়তন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতী রাণীকে কারণ দর্শানোর এ নোটিশ প্রেরণ করেন। পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে চিঠিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৭ জানুয়ারি ওই বিদ্যালয়ে ব্যাকডেটে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ফারুক হোসেন নামের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ওই বছরের ৯ জানুয়ারি সরেজমিনে ওই প্রতিষ্ঠানে গিয়ে ফারুক হোসেন নামের কোন শিক্ষকের তথ্য পাওয়া যায়নি। এসময় প্রধান শিক্ষক ভারতী রাণী দাবি করেন তার প্রতিষ্ঠানে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের কোন শিক্ষক নেই। একই দাবি করেছিলেন প্রধান শিক্ষকের স্বামী এবং ওই বিদ্যালয়ের সভাপতি পরিমল রায়।
সে-সময় ওই বিদ্যালয়ের ব্যানবেইসে শিক্ষক হিসাবে ফারুক হোসেন নামের কোন শিক্ষকের তথ্য পাওয়া যায়নি। এর প্রায় দীর্ঘ পৌনে দুই বছর পর প্রতিবেদকের হাতে আসা পরবর্তীতে আপলোডকৃত ব্যানবেইসের তথ্যে দেখা যায় গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসাবে ফারুক হোসেনের নাম। তাকে ২০২১ সালের ২৪ এপ্রিল নিয়োগ দেখানো হয়েছে। এ বিষয়ে গত ৬ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেই সংবাদের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতী রাণীকে কারণ দর্শানো নোটিশ দেন।
কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির বিষয়ে জানতে প্রধান শিক্ষক ভারতী রাণীর মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে আমি ওই বিদ্যালয়ের ব্যানবেইস এর তথ্যে ফারুক হোসেন নামের একজনের নাম দেখি। যাকে নিয়োগ দেওয়া হয়েছে গত ২০২১ সালের ২৪ এপ্রিল। কিন্তু আমি গত ২০২০ সালের ১৯ জানুয়ারি এই উপজেলায় বদলী হয়ে আসি। তখন থেকে এপর্যন্ত ওই বিদ্যালয়ে এই পদে কোন নিয়োগ বোর্ড গঠন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি তাই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছি।