ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে আশরাফুল আলম খান (হিমেল)’র বাসার তালা ভেঙ্গে চুরি করে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গৌরীপুর পৌর এলাকার কালীপুর মধ্যমতরফ এলাকায় এ ঘটনাটি ঘটে। দুপুরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, গৌরীপুর পৌরশহরের কালীপুর মধ্যমতরফ এলাকার ‘মাতৃ ভবন’ এর চতুর্থ তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন। ঘটনার সময় কেউ বাসায় ছিলেন না। সকালে বাসার দরজায় তালা দিয়ে হিমেল তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। ঘটনার দিন দুপুরে হিমেলের স্ত্রী তার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দেখে ফ্ল্যাটের দরজার তালা ভাঙ্গা। বাসায় প্রবেশ করে দেখেন চুরি হয়েছে। বাসার ওয়াড্রপ এর ড্রয়ারভেঙ্গে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, ঘড়ি, চশমাসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
আশরাফুল আলম খান হিমেল বলেন, চোর চক্র ঘরের তালা ভেঙে নগদ দুই লাখ সত্তর হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, চুরির খবর পেয়ে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।