প্রেস রিলিজ
র্যাব-১১, সিপিএসসি ও সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে রূপগঞ্জ থানা এলাকা হতে ৫১ কেজি গাঁজা ও ৩৮৮ বোতল ফেনসিডিল’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ডভ্যান জব্দ।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রæততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি ও সদর কোম্পানী, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন গাজী অটো টায়ার ফ্যাক্টরীর বিপরীত পার্শ্বে কাচঁপুর-সিলেটগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৫১ (একান্ন) কেজি গাঁজা ও ৩৮৮ (তিনশত আটাশি) বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। মোঃ শাহ আলম @ মুন্না (২৬), পিতা- মোঃ কবির, সাং- বউবাজার, থানা- বাকুলিয়া, জেলা- চট্টগ্রাম, ২। মোঃ সাহাবুদ্দিন (২৪), পিতা- মৃত ধনু মিয়া, সাং- বৃষ্টিপুর, কুরুন্ডী, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, ৩। মোঃ রুবেল (২৭), পিতা- মৃত মতিন মিয়া, সাং- রসুলপুর, বন্যাগ্রাম, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ শাহ আলম @ মুন্না (২৬) ২। মোঃ সাহাবুদ্দিন (২৪) এবং ৩। মোঃ রুবেল (২৭) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের ছদ্মবেশ ধারন করে গাঁজা এবং ফেনসিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা, সিলেট’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ….স্বাক্ষরিত…. মোঃ মোশারফ হোসেন এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ।