প্রেস রিলিজ
র্যাব-১১, সদর কোম্পানী, নারায়নগঞ্জ এর অভিযানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এর চাঞ্চল্যকর স্কুল শিক্ষক ও মণিপুরী সম্প্রদায়ের নেতা রবীন্দ্র কুমার সিংহ হত্যা মামলার একজন ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
প্রথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জে কমলগঞ্জ উপজেলার মণিপুরী সম্প্রদায়ের নেতা ও বাঘাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার সিংহ (৪০) গত ২৩ অক্টোবর ২০১২ইং রাতে পূজা মন্ডপ থেকে সিএনজি অটোরিক্সা করে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। বাড়ী ফেরার পথে উপজেলার নোয়াগাঁও নামক স্থানে পৌছলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে সিএনজি অটোরিক্সা থামিয়ে ভিকটিম রবীন্দ্র কুমার সিংহ’কে গুলি করে হত্যা করে।
এই নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়। নৃশংস ও চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের প্রেক্ষিতে গত ২৫ অক্টোবর ২০১২ ইং তারিখ বৃহস্পতিবার নিহতের আত্মীয় (স্ত্রীর ভাই) উজ্জল কুমার সিংহ বাদী হয়ে অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্য সৃষ্টিকারী এই হত্যার পর নিহতের শোকাহত পরিবারকে শান্তনা জানাতে তৎকালীন জাতীয় সংসদের চিফ হুইপ মো: আব্দুস শহীদ এমপি নিহতের বাড়ি কমলগঞ্জ এর ইসলামপুর ইউনিয়নের কালারা বিল যান এবং গভীর দু:খ প্রকাশ করেন। পুলিশ মামলাটি তদন্তকালে উক্ত সিএনজি অটোরিক্সার চালককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে পুলিশ তদন্তে প্রাপ্ত আসামী মোঃ শাহ আলম (৫৮)’সহ আরোও ৫ জনকে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নৃশংস এই হত্যাকান্ডের পর থেকে উক্ত আসামী আত্মগোপনে ছিল।
এই নৃশংস এই হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন।
পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাকত আসামী শাহ আলম (৫৯), পিতা-মৃত শরীফ মিয়া, শ্রীপুর, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ১৪/০৯/২০২৩ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূঁইগড় (সাইনবোর্ড) এলাকা হতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ শাহ আলম (৫৯) বিরুদ্ধে নি¤েœ বর্ণিত মামলাগুলো রয়েছেঃ ১। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার এফআইআর নং-১৫, তারিখ- ২৫/১০/২০১২ ইং; ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; এই মামলায় সে তদন্তে প্রাপ্ত আসামী, ২। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার এফআইআর নং-১৬/২৫৯, তারিখ- ২৪ ডিসেম্বর, ২০০৯; ধারা- ১৯(ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত এবং ৩। মৌলভীবাজার জেলা কমলগঞ্জ থানার এফআইআর নং-১৫/৬৭, তারিখ-৩০ জুন, ২০০৮; ধারা- ৩৮০/৪৬৭/৪১১ পেনাল কোড-১৮৬০; এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার নিকট হস্তান্তর করা হয়েছে। —–স্বাক্ষরিত—– মোঃ মোশারফ হোসেন এএসপি মিডিয়া অফিসার র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ ফোনঃ৭৬৯৪৭০০।