দাগনভূঞা প্রতিনিধি:
১লা সেপ্টেম্বর’২৩ইং শুক্রবার বিকেল ৩ টায় দাগনভূঞা শহরের স্টার রেডিশন এন্ড কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা শাখার “তৃণমূল প্রতিনিধি সম্মেলন” উপজেলা সেক্রেটারী মুফতী সোহাইল কাসমী’র সঞ্চালনায় ও সভাপতি মাও. আলাউদ্দিন সাবেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, সরকারের চোখে মুখে তত অন্ধকার ঘনিভূত হচ্ছে। সরকার জাতীকে ২০১৪ আর ১৮ ‘র মত ধোকা দিয়ে বোকা বানাতে চাচ্ছে। কিন্তু জনগণ আর ধোকায় পড়বে না। জনগন বুঝে গেছে এ সরকারের কাছে মানুষের ভোটাধিকার নিরাপদ নয়। দেশের জনগন আগামী দ্বাদশ জাতীয় সরকার নির্বাচন, জাতীয় সরকারের অধিনে করতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত জেলা আন্দোলনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম তার বক্তব্যে বলেন, তৃনমূল নেতৃবৃন্দকে নির্বাচনের জন্য যেমন প্রস্তুত থাকতে হবে, তেমনি জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারকে বাধ্য করার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রামের জন্যও প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, বেকারত্বের অভিশাপ নিয়ে লক্ষ লক্ষ তরুনরা পরিবারের গ্লানি টানছে। সরকার চতুর্মুখী সংকট দিয়ে দেশকে লেজে-গোবরে অবস্থা করে রেখেছে।
এ অবস্থায় জাতীর আশা-আকাঙ্খার একমাত্র ভরসা ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি তৃনমূল নেতৃবৃন্দকে দেশকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতির আহ্বান রাখেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, তিনি তার বক্তব্যে বলেন আমরা ৭১ দেশ স্বাধীন করেছি আমাদের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে পাওয়ার জন্য। কিন্তু অত্যান্ত দু:খের সাথে বলতে হয়। আমরা আমাদের মৌলিক অধিকারগুলো বাটি চালা দিয়েও খুঁজে পাইনি। আমরা আজকে দ্রব্যের অস্বাভাবিক মূল্য, শিক্ষাখাতে অনিয়ম, চিকিৎসাখাতে দূর্নীতি ঘুষ, সর্বোপরি দেশের জনগন ভোটারধিকার হারিয়েছে।
আরো উপস্থিত ছিলেন, জেলা আন্দোলনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতী মাহমুদুল হাসান ফয়েজ মিয়াজী, মাও.ওবায়দুল হক ভূইয়া, জেলা যুব আন্দোলনের সাংগঠনিক মুফতী আতাউল্লাহ কবির ভূইয়া, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আলী আহমদ ফোরকান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাও. সারোয়ার হোসেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সাধারণ মাও. আতিকুল্লাহ আল মামুন, উপজেলার দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক মাও. শিব্বির আহমদ,উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ উসমান গণি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।