দেলোয়ার হোসেন সোহেল
রাজশাহী তানোর উপজেলা মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তর পাড়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
তানোর পাঁচন্দর ইউপির মোহম্মদপুর গ্রামের সিদ্দিকের ছেলে অলিউর (৩৩) তার নিজ হাতে ছুরির আঘাতে স্ত্রী মোসা:নিপা (২৫) ও ৬ বছরের ছেলে নুরকে হত্যা করেছে।
উল্লেখ প্রায় ১ বছর আগে অলিউর ও তার স্ত্রী মোসা:নিপা খাতুনের বিচ্ছেদ ঘটে তার পর থেকেই নিপা তার ছেলেকে নিয়ে মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তর পাড়ায় তার বাপের বাসাতে থাকতেন।
প্রতিবেশীর সাথে কথা বলে যা পাওয়া যায়, প্রায় এক বছর পর হটাৎ করে ২৬ আগস্ট শনিবার আনুমানিক ২:৩০ মিনিটে আলিউল নিপার সাথে দেখা করতে বাসায় প্রবেশ করেন নিপার বাসাতেই প্রথমে নিপা ও পরে তার ছেলে নুরকে ছুরির আঘাতে হত্যা করে আলিউল। এলাকাবাসী অলিউরকে আটক করে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থলে জরুরীভাবে তানোর গোদাগাড়ী সার্কেল সোহেল রানা ও তানোর থানা পুলিশ টিম উপস্থিত হয়। অলিউরকে আটক ও নিহত নিপাসহ তার ছেলের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী (সার্কেল) মোঃ সোহেল রানার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অলিউরকে হত্যা মামলার আসামী করে তানোর থানায় মামলা করা হয়েছে মামলার বাদী হয়েছেন নিপার মা খতেযা খাতুন।
এদিকে ওই এলাকায় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছাঁয়া নেমে এসেছে এলাকাবাসী হত্যাকারী পিতা অলিউরের দৃষ্টান্তমূলক ও ভয়ংকর শাস্তির দাবি জানিয়েছেন।