আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহ শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মামলা হয়েছে বলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান।
এজাহারের বরাত দিয়ে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ওই শিশু ২০ বছর বয়সী প্রতিবেশী যুবকের বাড়িতে গিয়ে পড়ত। ৪-৫ দিন আগে সন্ধ্যায় পড়ানোর সময় একা পেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় ওই তরুণ। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, মেয়েকে ৪-৫ দিন আগে সন্ধ্যায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান ওই তরুণ। তখন মেয়ের চিৎকারে ব্যর্থ হলেও গত বুধবার আবার ধর্ষণের চেষ্টা চালান তিনি।
এদিকে ধর্ষণচেষ্টার মামলা হলেও স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির চেষ্টা চলছে। আসামির ঘনিষ্ঠ একব্যক্তি জানান, ওই তরুণ আগেও এমন ঘটনা ঘটিয়েছে। পরে সেগুলো সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।