মুলাদী প্রতিনিধিঃ মুলাদীর কাজিরচর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাটে আঃ রব হাওলাদরের হত্যাকারীদের ফাসির দাবীতে মানব বন্ধন করেছে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ।
শুক্রবার বিকাল ৪টায় মীরগঞ্জ ফেরিঘাটে কাজিরচর ইউনিয়নের সর্বস্তরের হাজার হাজার মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করে আঃ রব হাওলাদারের হত্যাকারী কামাল সরদার, জামাল সরদার, করিম মল্লিক, ইব্রাহিম সরদার, জামাল মৃধা সহ খুনের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে তাদের ফাসির দাবী জানিয়েছেন তারা।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে বলেন, কামাল সরদার ও জামাল সরদার একাধীক খুনের আসামি, তারা এলাকায় সন্ত্রাস করে মানুষের জমি দখল, নারী নির্যাতন, চাদাবাজী, গাজা-ইয়াবা বিক্রি সহ সকল অপরাধের সাথে জড়িত।
উল্লেখ্য, গত ২০ আগষ্ট সকাল ৯টার দিকে আঃ রব হাওলাদার অটোরিকশায় করে খাশের হাট বাজারে রওয়ানা হয়ে আতাহার সরদারের বাগানের কাছে পৌছলে পূর্ব থেকে ওত পেতে খাতা কামাল সরদার, জামাল সরদার, করিম মল্লিক, ইব্রাহিম সরদার, জামাল মৃধা সহ তাদের লোকজন আঃ রব হাওলাদারকে পথরোধকরে অটো থেকে নামিয়ে এলোপাথারী কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে পালিয়ে যায়। এঘটনায় ১৬জনকে আসামী করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।