প্রেস বিজ্ঞপ্তি
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন গাজীপুর চৌরাস্তা এলাকা হতে ভূয়া জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরীর অভিযোগে ০১ জন প্রতারক’কে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব সাইবার মনিটরিং সেল ভার্চুয়াল জগতে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করে থাকে। এরই ধারাবাহিকতায় ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরী ও অনলাইনে সাইবার ক্রাইম প্রতারণা সম্পর্কে র্যাব তথ্য পায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী র্যাব গোয়েন্দা নজরদারী ও সাইবার প্রেট্রোলিং অব্যাহত রাখে।
বিবাদী মোঃ সজিবুল আলম (৩০) জিএমপি গাজীপুর বাসন থানাধীন গাজীপুর চৌরাস্তা নাসির সুপার মার্কেটস্থ “সাউদা অনলাইন জোন” নামক দোকানে জনৈক ব্যক্তি কম্পিউটার কম্পোজ, ডিজাইন, কালার প্রিন্ট, ছবি প্রিন্ট ইত্যাদি ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত প্রতারণাপূর্বক অবৈধভাবে ডিজিটাল মাধ্যম (কম্পিউটার) ব্যবহার করে জাল জাতীয় পরিচয় পত্র ও জাল শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরী করে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নিকট সরবরাহ করে আসছে।
এ অভিযোগের প্রেক্ষিতে এই বর্ণিত ঘটনার সাথে জড়িত অপরাধীকে আইনের আওতায় আনতে র্যাব-১, ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল রাতে র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি গাজীপুর বাসন থানাধীন গাজীপুর চৌরাস্তা নাসির সুপার মার্কেটস্থ “সাউদা অনলাইন জোন” নামক দোকানে অভিযান পরিচালনা করে জাল জাতীয় পরিচয়পত্র ও জাল শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরীর করার অপরাধে প্রতারক মোঃ সজিবুল আলম (৩০), পিতা- মোঃ মঞ্জু মোল্লা, জেলা- ঝিনাইদহ’কে গ্রেফতার করা হয়।
এসময় ধৃত আসামীর নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০১ টি ভূয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ০১ টি ভূয়া এসএসসি পাশের সনদপত্র, ০১ টি সিপিইউ, ০১ টি হার্ড ডিক্স, ০১ টি মনিটর, ০১ টি স্ক্যানার, ০১ টি ইউপিএস, ০১ টি মাউস, ০১ টি কিবোর্ড উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ জিএমপি গাজীপুর বাসন থানাধীন গাজীপুর চৌরাস্তা নাসির সুপার মার্কেটস্থ “সাউদা অনলাইন জোন” নামক দোকানে ব্যবসার আড়ালে অবৈধভাবে জাল জাতীয় পরিচয় পত্র, জাল শিক্ষাবোর্ডের জাল সনদপত্র তৈরী করে অর্থের বিনিময়ে সরবরাহ করে প্রতারনা করে আসছিল মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
মোঃ পারভেজ রানা
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১০১০৩