প্রেস বিজ্ঞপ্তি
সিরাজগঞ্জ জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ মোজাম্মেল হক (৪০)’কে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। সিরাজগঞ্জ জেলার সদর এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ মোজাম্মেল হক (৪০), পিতা-আব্দুল হামিল, সাং-সিলন্দা, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জকে ১০/০৮/২০২৩ তারিখ ০০৩০ ঘটিকায় রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের ফলে ভিকটিম একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম ধৃত আসামীকে বিয়ের চাপ দিতে থাকে কিন্তু ধৃত আসামী ভিকটিমকে বিভিন্ন প্রতিশ্রæতি দিতে থাকে। তাদের বোঝাপড়ার একপর্যায়ে ভিকটিমের গর্ভবতীর সময় ০৮ মাস অতিবাহিত হয়ে যায়। এরপর ২১/০৭/২০২৩ তারিখ ধৃত আসামী ভিকটিমকে সিজারের মাধ্যমে গর্ভপাত করায়। সিজারের পর ধৃত আসামী চালাকি করে সেই নবজাতক বাচ্চাকে অজ্ঞাতনামা এক ব্যক্তির নিকট ২০,০০০/- টাকা বিক্রি করে দেয়। পরবর্তীতে ভিকটিম সুস্থ হয়ে বাড়িতে গেলে ধৃত আসামী তাকে তার বাড়িতে উঠতে দেয়না এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। ভিকটিম কোন দিকবিদিক না পেয়ে গত ৩০/০৭/২০২৩ তারিখ সিরাজগঞ্জ সদর থানায় একটি ধর্ষন মামলা রুজু করে। মামলার পর থেকে ধৃত আসামী রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফারজানা হক
সিনিয়র সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক