কচুয়া বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাল্যবিবাহই মা ও শিশুর মৃত্যুর প্রধান কারণ এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ আগষ্ট আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কচুয়া সরকারি করনেশন সোবাহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বাগেরহাটের শিক্ষার্থীরা।বিতর্ক প্রতিযোগিতায় যুক্তিতর্ক শেষে পক্ষ দল বিজয়ী হয়।
বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি সিএসপাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষিকা মনিরা সুলতানা।এ সময় উপস্থিত ছিলেন কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল,প্রোগ্রাম অফিসার সমর হালদার,শিউলি কস্তা,ঈশিতা বৈরাগী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।এদিন বির্তক প্রতিযোগিতা শেষে এপির পক্ষ থেকে বিজয়ী দল সহ রানার্সআপ দলের সবাইকে পুরস্কার দেওয়া হয়।
উজ্জ্বল কুমার দাস
(কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি।।