প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা হতে নাশকতা মামলার অন্যতম আসামী আসাদুল ইসলাম আসাদকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
আসামী মোঃ আসাদুল ইসলাম আসাদ সাতক্ষীরা জেলাধীন বিভিন্ন থানা এলাকায় সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকিয়া নাশকতা মূলক কর্মকান্ড ঘটায় ও সহায়তা করে। এই সংক্রান্তে ০৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় তিনি এবং অন্যান্য আসামীদের বিরুদ্ধে নাশকতার মামলা রুজু করা হয়। সে উক্ত মামলার এজাহার নামীয় আসামী।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ আগষ্ট ২০২৩ তারিখ দুপুরে র্যাব-৬ (সাতক্ষীরা কোম্পানী) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন ঝাউডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলার অন্যতম আসামী ১। মোঃ আসাদুল ইসলাম আসাদ (৩৮), থানা- কলারোয়া, জেলা – সাতক্ষীরা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।