তাওহীদুল ইসলাম শুভ, বরগুনা, পাথরঘাটা প্রতিনিধি:
গত চার দিন যাবত রাজধানীসহ সারা বাংলাদেশের বৃষ্টির পরিমাণ বাড়ায় এতে ক্ষতির মুখে পড়েছেন বিভিন্ন, জেলার কৃষকরা প্রতি বছর এই মৌসুমে রোপন বিভিন্ন প্রজাতির, ধান রোপন করা হয়। গত চার দিন যাব একটানা বাড়ি বৃষ্টি হবার কারনে ডুবে যাচ্ছে বরগুনা জেলার কৃষকদের স্বপ্ন। বাংলা মাসের শ্রাবণ ও ভাদ্র মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বিঘায় বিঘায় জমিতে ধান রোপন করে থাকে কৃষকরা অতিরিক্ত বৃষ্টি হবার কারণে নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন জাতের ধানের বিচ।
এই বিষয়ে পাথরঘাটা সদর ইউনিয়নের কৃষকদের সাথে কথা বললে তারা জানান যে, এইভাবে যদি আরো কিছুদিন বৃষ্টি হয় তাহলে আমরা অনেক বড় ক্ষতির মুখে পড়ে যাবো। কারন বিলের পানি না নামার ব্যবস্থা থাকায় হচ্ছে বড় এক ভোগান্তি। কিছু প্রভাবশালী রয়েছে যারা সরকারি খাল গুলো আটকিয়ে রেখেছে যাতে পানি বিল থেকে নামাও ঠা না করতে পারে না এবং
আরো বলেন যে, আমাদের এই অঞ্চল উপকূলীয় একটি জেলা, যে খানে রয়েছে দুটি নদী আমাদের জেলার দুইপাশে বলেশ্বর ও বিষ খালির পানিতে তলিয়ে যায় বসত, বাড়িসহ আবাদি জমি এই রকম যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এখন মরণ ছাড়া আর কোনো উপায় নেই, জোয়ারের পানির ও এখন অনেক চাপ নদীতে সেই প্রভাব এসে পড়ে। আমাদের জমির ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে দাঁড়াবে।
এই বিষয়ে পাথরঘাটা উপজেলার উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা মো: জাহিদুল হোসেন জানান, সে রকম যদি কারো ক্ষতি হয় তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াবো। আমরা সরকারি যত খাল রয়েছে প্রভাবশালীদের দখলে আছে সে গুলো মুক্ত করে দেবো বলে জানিয়েছেন।