মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে জমি জমার বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের মারপিঠ থানায় মামলা দায়ের। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউপির লালপুর গ্রামের মূত: আমেল উদ্দিন মন্ডল এর পুত্র মো: আবু তাহের মন্ডল এর গত ০৫/০৮/২০২৩ ইং তারিখে ফুলবাড়ি থানায় দায়ের কৃত মামলা সূত্রে জানা যায় গত ০৫/০৮/২০২৩ ইং তারিখে সকাল ৭ টায় একই গ্রামের প্রতিপক্ষ মৃত: জামাল উদ্দিনে পুত্র মো: আনোয়ার হোসেন চৌধুরী কিসমতপুর লালপুর মৌজার খতিয়ার নং ৭১ দাগ নং ১২ জমির পরিমাণ ১.৫০ শতক জমি নিজ দাবি করে।
এই ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার তারা দলবদ্ধ হয়ে বাশেঁর লাঠিসোটা, রড, ছোরা নিয়ে আবুতাহের মন্ডলের বাড়ির সামলে এসে হুমকি প্রদান করেন এবং মারপিঠ করেন। এতে প্রতিপক্ষদের হামলায় আবুতাহের মন্ডলের পুত্র মো: সজল ইসলাম (২৭) কে বেদম মারপিঠ করে এতে সজল ইসলাম গুরুতর আহত হন। আহত অবস্থায় এই দিনে তাকে ফুলবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমান সজল ইসলাম চিকিৎসাধিন রয়েছেন। জমির মালিক আবুতাহের মন্ডল ও তার ভাই আবুল খায়ের পিতার পৈত্রিক সূত্রে এই জমি চাষাবাদ করে দীর্ঘদিন ভোগ দখল করে আসছেন।
আবু তাহের জানান, প্রতিপক্ষ মো: আনোয়ার হোসেন চৌধুরী ১৯৬৯ সালের একটি জাল দলিল সৃ্িধসঢ়;ষ্ট করে ২০২২ সালে তার স্ত্রী রেহেনা বেগমের নামে খারিজের জন্য আবেদন করলে তহশিল অফিস মারফত জানতে পারে, উক্ত জমিটি প্রতিপক্ষ খারিজ করার জন্য ষড়যন্ত্র করছে।
এই বিষয়ে, জিজ্ঞাসা করতে গেলে প্রতিপক্ষ আনোয়ার হোসেন মন্ডল তার পরিবারকে নানাভাবে হুমকি প্রদান করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার দুপক্ষের মধ্যে মারপীটের ঘটনা ঘটে। এই ঘটনায় মোঃ আবু তাহের মন্ডল পাঁচ জনকে আসামী করে গত ০৫/০৮/২০২৩ইং তরিখে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন, যাহার মামলা নং- ০৪। আবু তাহের মন্ডল প্রকৃত ঘটনা তদন্ত করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায় বিচারের দাবি করেছে।