জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আজিজিয়া কাসেমুল উলুম ছাগলনাইয়া’র প্রাক্তন ছাত্রদের সংগঠন জামিয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
৭ আগষ্ট’ ২৩ সোমবার বাদ আসর জামিয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদের মতবিনিময় সভা। পরিষদের সভাপতি মুফতী তৈয়ব উল্লাহ নাসিমের সভাপতিত্বে সহ- সেক্রেটারী মাও.শাহাব উদ্দীনের পরিচালনায় জামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাও. এনামুল হক বাবুল, সহ-সভাপতি মাও. আব্দুল কাদের মিয়াজি, জামিয়ার সিনিয়র শিক্ষক মুফতী ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী ফয়েজ উল্লাহ, সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হান্নান আজহারী, সহ-প্রচার সম্পাদক মাও.নাজমুল হোসাইন ইমন, সদস্য হাফেজ মাও. মাকসুদুল হক, মাও. মিজানুর রহমান, মো.হেলাল, মাও. সাজেদুল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা ছাত্র পরিষদের কাজকে আরো জোরালো করার উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের সকলের প্রিয় সংগঠন, যার একমাত্র কাজ হলো জামিয়ার কল্যাণে কাজ করা, আমরা সকল দায়িত্বশীল ও সদস্যরা এগিয়ে আসলে ছাত্র পরিষদ আরো বহু এগিয়ে যাবে এবং জামিয়ার কল্যাণে বহু কাজ করা যাবে, ইনশা আল্লাহ।
তার পরেও অল্প অল্প করে বিগত ৫ বছরে জামিয়ার অনেক কাজে সহায়তা করা হয়েছে। জামিয়ার সম্মানিত উস্তাদ ও প্রাক্তন অসুস্থ ছাত্রদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমরা যদি সকলে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসি, তাহলে জামিয়ার জন্য আরো অনেক কাজ করা সম্ভব ।
সভাপতি মুফতী তৈয়ব উল্লাহ নাসিম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে সকল দায়িত্বশীলকে সক্রিয় ভাবে এগিয়ে আসার জন্য আহবান জানান। আগত জামিয়ার বার্ষিক ইসলামী সম্মেলনে পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। পরিশেষে ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাও.নুরুল আলম পাটোয়ারীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।