মোঃ আব্দুর রব, নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ আলিফ নামে একজনকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (০৭ আগষ্ট) সোমবার দুপুর ৩.৩০ মিনিটে নলডাঙ্গা থানাধীন কালীগঞ্জ বাজারে চেকপোষ্ট করাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটর সাইকেলকে থামানোর সংকেত দিলে মোটর সাইকেল চালক সংকেত না মেনে পালানোর চেষ্টা করে।
চালক সহ মোটর সাইকেলটি আটক করে তল্লাশী করে মোটর সাইকেল চালক আলিফ সরদার (১৯), পিতা-মৃত আসাদুল ইসলাম, সাং-ঠাকুর লক্ষীকোল (বাজারপাড়া), থানা-নলডাঙ্গা, জেলা-নাটোর এর কাধে ঝোলানো অবস্থায় একটি কালো স্কুল ব্যাগে রক্ষিত লাল পলিথিন ও ঘিয়ে রংয়ের কসটেপ দ্বারা মুড়িয়ে বাঁধা অবস্থায় ০৫ (পাঁচ) কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা ও একটি কালো রংয়ের উপর সাদা স্টীকার যুক্ত ১৫০ সিসি পালসার মোটর সাইকেল, যাহার রেজিঃ নং- নওগাঁ-ল-১১-২৭১৯, ইঞ্জিন নং- DHGBUF96432, চেসিস নং-MD2DHDHZZUCF06760 উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-০৭ তাং-০৭/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৯ (ক)/৪১ রুজু করা হয়।