প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের মূলহোতা মোঃ এমদাদ ব্যাপারী (৬৩) কে গ্রেফতার করেছে র্যাব-৩।
ইতালি পাঠানোর কথা বলে প্রায় অর্ধ-শতাধিক ব্যক্তির নিকট হতে লক্ষ লক্ষ টাকা আতœসাৎকারী সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সক্রিয় মূলহোতা ১। এমদাদ বেপারী (৬৩), পিতা-মৃতঃ শফিজ উদ্দিন বেপারী, সাং-কুমড়াখালী, পোস্ট-পেয়ারপুর, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর’কে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন গদারবাগ এলাকা হতে ০৫/০৮/২০২৩ তারিখ ১৮.২০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামির জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স না থাকা স্বত্তেও সে তার চক্রের অপরাপর সদস্যদের যোগসাজশে ভিকটিমদের উচ্চ বেতনে চাকুরী এবং লোভনীয় সুযোগ-সুবিধাসহ ইতালি পাঠানোর কথা বলে প্রায় অর্ধ-শতাধিক বেকার যুবকদের নিকট হতে লক্ষ লক্ষ টাকা আতœসাৎ করে।
পরবর্তীতে তারা ভিকটিমদেরকে ইতালীতে প্রেরণের পরিবর্তে লিবিয়াতে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের অন্যান্য সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ হিসেবে দেশে অবস্থিত ভিকটিমদের স্বজনদের নিকট হতে আরোও অর্থ আদায় করত। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফারজানা হক
সিনিয়র সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক